spot_img

নতুন ছবিতে হেনরি ক্যাভিল-রিতা ওরা জুটি

অবশ্যই পরুন

অ্যাকশন ধাঁচের নতুন ‘ভোলট্রন’ ছবিতে সুপারম্যান তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে থাকছেন পপ তারকা রিতা ওরা। এতে জন কিম এবং ড্যানিয়েল কুইন-টয়েকেও অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকছে চলতি মাসেই অস্ট্রেলিয়ায় শুরু হবে ‌‘ভোলট্রন’ ছবির শুটিং। তবে এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

জনপ্রিয় জাপানি অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি ভোলট্রনের উপর ভিত্তি করে তৈরি হতে যাচ্ছে সিনেমাটি। সেখানে একটি দল মহাকাশের এক্সপ্লোরার একটি বিশাল রোবট ভোলট্রনকে নিয়ন্ত্রণ করে। ভোলট্রন নিয়ে এর আগে বেশ কিছু কাজ হয়েছে। যার মধ্যে ‘ভোলট্রন: লিজেন্ডারি ডিফেন্ডার’ নামের সিরিজটি নেটফ্লিক্সে খুবই জনপ্রিয়তা পেয়েছিল।

রিতা ওরা তার সঙ্গীত ক্যারিয়ারের পাশাপাশি ‘দ্য মাস্কড সিঙ্গার’, ‘দ্য এক্স ফ্যাক্টর’ এবং ‘দ্য ভয়েস’-এর মতো শোয়ে বিচারক হিসেবে কাজ করে পরিচিতি পেয়েছেন। তিনি সম্প্রতি অ্যাকশন-থ্রিলার ‘হি ব্লেড নিওন’-এও যোগ দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ