spot_img

পলিথিনের ব্যবহার অনেকটা কমে এসেছে: পরিবেশ মন্ত্রণালয়

অবশ্যই পরুন

পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে। আর পলিথিন উৎপাদনের ক্ষেত্রে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নিউমার্কেট বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের বিষয়ে সচেতনতামূলক অভিযানে এসব কথা জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার। বলেন, এ পর্যন্ত সারাদেশে ১৬৬টি মনিটরিং টিম কাজ করছে; আর ৩৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া ৪০ হাজার ৬০৮ কেজির পলিথিন ব্যাগ উদ্ধার করার কথা জানিয়ে তিনি আরও বলেন, এ ধরনের সচেতনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে পলিথিন ব্যাগ ব্যবহারের বিকল্প নিয়ে কাজ চলছে।

সর্বশেষ সংবাদ

দ্বিকক্ষ সংসদ নিয়ে ঐক্যমত্য আসেনি, কমিশন সবার মতামত নিয়ে সিদ্ধান্ত জানাবে: সালাহউদ্দিন

বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে ফের স্পষ্ট করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ