spot_img

ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

অবশ্যই পরুন

ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে বোদো গ্লিমটকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ঘরের মাঠে এদিন আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় রেড ডেভিলরা।

ম্যাচের ৪০ সেকেন্ডেই, আলেজান্দ্রো গার্নাচোর গোলে লিড নেয় ম্যানইউ। তবে, ১৯ মিনিটে হ্যাকন ইভজেনের গোলে সমতায় ফেরে বোদো গ্লিমট। চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপ জিনকারনাগেল। ২-১ এ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানইউ।

তবে, দ্বিতীয়ার্ধের শুরুতে ৫ মিনিটের ব্যবধানে ড্যানিশ ফরোয়ার্ড রাসমুস হয়লনের জোড়া গোলে আবারও লিড নেয় ইউনাইটেড। আর গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রুবেন শিষ্যরা। সেই সঙ্গে ম্যানইউর কোচ হিসেবে প্রথম জয়ের দেখা পেলেন রুবেন।

সর্বশেষ সংবাদ

শুধু ডিজিটালাইজেশনের মাধ্যমে আর্থিক খাতের সুরক্ষা নিশ্চিত হবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শুধু ডিজিটালাইজেশন করেই আর্থিক খাতের সুরক্ষা নিশ্চিত হবে না। এর জন্য ব্যক্তিপর্যায়ে সৎ...

এই বিভাগের অন্যান্য সংবাদ