spot_img

লোহিত সাগরে পর্যটকবাহী জাহাজডুবি, নিখোঁজ ১৬

অবশ্যই পরুন

লোহিত সাগরে ৪৪ যাত্রী নিয়ে একটি পর্যটকবাহী প্রমোদতরী ডুবে গেছে। এ ঘটনায় ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মিশর কর্তৃপক্ষ। যাদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে। খবর বিবিসির।

প্রমোদতরীটিতে যুক্তরাষ্ট্র দুইজন, যুক্তরাজ্যের চারজন, স্পেনের পাঁচজন ও জার্মানির চারজন নাগরিক ছিলেন। এছাড়া চীন ও পোল্যান্ডের নাগরিকও ছিলেন। এদের মধ্যে কারা নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত নয় এখনও। তবে ব্রিটেনের দু’জন, মিসরের ৪ জন ও ফিনল্যান্ডের একজন ও পোল্যান্ডের দুই নাগরিক নিখোঁজ রয়েছে বলে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বিবিসির খবরে বলা হয়, ৫ দিনের সফরে রোববার মিশরের মারসা আলম বন্দর থেকে যাত্রা শুরু করে ‘সি স্টোরি’ নামের বিলাসবহুল জাহাজটি। ১৩ ক্রু ও ৩১ পর্যটক নিয়ে রওয়ানা দিয়েছিল সেটি। নৌযানের সব ক্রু মিসরীয়। সোমবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে বিপদসংকেত পাঠায় জাহাজটি।

শনিবার দেশটির আবহাওয়া অফিস ভূমধ্যসাগর ও লোহিত সাগর সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিল। সেখানে দফতরটি জানিয়েছিল, লোহিত সাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার থাকতে পারে। এছাড়া সাগরে ঢেউ ১০ থেকে ১৩ ফুট উচ্চতারা থাকতে পারে।

দুর্ঘটনার এখনও সঠিক কারণ জানা না গেলেও উদ্ধার হয়ে ফেরা যাত্রীরা জানান, একটি বড় ঢেউয়ের ধাক্কায় জাহাজটি উল্টে যায়।

সর্বশেষ সংবাদ

‘কঠিন পরিস্থিতি থেকে গর্ব ও মর্যাদার সঙ্গে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ’

জনগণকে শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ বা গুজবে কান না দিয়ে সরকারের প্রতি সমর্থন ও আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ