spot_img

মাত্র ৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

অবশ্যই পরুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়ে গেছে আইভরি কোস্ট। আন্তর্জাতিক তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এটি সর্বনিম্ন দলীয় স্কোর।

রোববার (২৪ নভেম্বর) আইভরি কোস্টকে ২৬৪ রানের বিশাল ব্যবধানে হারায় নাইজেরিয়া। ৫৯টি টি-টোয়েন্টি খেলা দলটি নিজেদের ক্রিকেট ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় জয়টি তুলে নিয়েছে। টি-টোয়েন্টির ইতিহাসে রানের হিসেবে এটা তৃতীয় সর্বোচ্চ জয়। সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি জিম্বাবুয়ের দখলে। গত মাসে গাম্বিয়াকে ২৯০ রানে হারায় তারা সিকান্দার রাজারা।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালায় নাইজেরিয়া। এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৭১ রানের বিশাল সংগ্রহ গড়ে দলটি। জবাবে আইভরি কোস্ট ৭.৩ ওভারে মাত্র ৭ রানেই অলআউট হয়ে যায়। টি-টোয়েন্টি ইতিহাসে এটাই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আগের সর্বনিম্ন সংগ্রহ ছিল মঙ্গোলিয়া ও আইল অব ম্যানের, দুই দলই ১০ রানে অলআউট হয়।

উল্লেখ্য, আইসিসি একসঙ্গে অনেকগুলো দেশকে স্বীকৃত দেয়ার পর থেকে মুড়ি মুড়কির মতো করে রেকর্ড হচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। যা কখনও কল্পনাতেও আসেনি কারও, সেসবই যোগ হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের রেকর্ড বইয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ৫৬টি রানের ইনিংসে নেই আইসিসির পুর্নাঙ্গ কোনো সদস্য দেশের নাম।

সর্বশেষ সংবাদ

আলিয়াকে নকল, সমালোচনায় দীপিকা!

সম্প্রতি বাবা-মা হয়েছেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। গতকাল ছিল বড়দিন। বিশেষ এই দিনে ক্রিসমাস পার্টির...

এই বিভাগের অন্যান্য সংবাদ