spot_img

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প ‘ভীষণ চিন্তিত’

অবশ্যই পরুন

ইউক্রেনে রাশিয়ার প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে বিভিন্ন রকমের অস্ত্রের ব্যবহার নিয়ে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভীষণ চিন্তিত।’ ট্রাম্পের মনোনীত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রোববার এ তথ্য জানিয়েছেন।

মাইকেল ওয়াল্টজ ‘ফক্স নিউজ সানডে’ টেলিভিশন অনুষ্ঠানে বলেন যে রণাঙ্গনে রাশিয়ার অগ্রগতি আটকাতে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ল্যান্ড মাইন ব্যবহার করার যে অনুমতি দিয়েছেন, তার ফলে পূর্ব ইউক্রেনের লড়াই ‘প্রথম বিশ্বযুদ্ধের ট্রেঞ্চ যুদ্ধের মতো’ হয়ে গেছে।

ওয়াল্টজ বলেন, সিদ্ধান্ত নিতে হবে ‘এই সংঘাত অবসানের লক্ষ্যে একটি সার্বিক কাঠামোর মধ্যে।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত সপ্তাহে বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য অ্যানটি-পারসোনেল মাইন পাঠাচ্ছে। কারণ যুদ্ধের প্রধান রণাঙ্গন পূর্ব ইউক্রেনে লড়াইয়ের ধরন পাল্টে গেছে।

তিনি বলেন, সাঁজোয়া যানের ভেতরে সুরক্ষিত সৈন্য নয়, এখন রাশিয়ার পদাতিক বাহিনী মস্কোর অভিযানের অগ্রভাবে আছে। কাজেই ইউক্রেনের ‘এমন জিনিস প্রয়োজন যা দিয়ে তাদের গতি কমিয়ে দিতে পারবে।’

ওয়াল্টজ বলেন যে ট্রাম্প এই ধ্বংসযজ্ঞ নিয়ে চিন্তিত। কিন্তু মোটা দাগে যে প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো, ‘আমরা কীভাবে শান্তি নিয়ে আসবো এবং কিভাবে আগ্রাসন নিরুৎসাহিত করার জন্য ডেটারেন্স পুনঃপ্রতিষ্ঠা করবো?’

‘এই যুদ্ধের একটি দায়িত্বশীল সমাপ্তি টানা দরকার,’ তিনি বলেন।

উল্লেখ্য, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

ট্রাম্প প্রায়ই দাবি করেন যে তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের আগেই রুশ-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। তিনি কখনো বলেননি সেটা কিভাবে করবেন। গত সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণার সময় এক টেলিভিশন বিতর্কে তিনি বলতে অস্বীকার করেন যে তিনি ইউক্রেনকে যুদ্ধে জয়ী দেখতে চান।

বাইডেন ইউক্রেনকে ওয়াশিংটনের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে নিক্ষেপ করার অনুমতি দিয়েছেন। এই ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়া মস্কোর বাহিনীর পাশাপাশি যুদ্ধ করার জন্য ১০ হাজার সৈন্য পাঠানোর জবাব হিসেবে এই অনুমতি দেয়া হয়েছে।

দু’দিন পরেই, কিয়েভ রাশিয়ার ব্রিয়ান্সক অঞ্চলে একটি অস্ত্রের গুদাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন পরীক্ষামূলক রকেট পূর্ব ইউক্রেনের দেনিপ্র শহর লক্ষ্য করে নিক্ষেপ করেন।

‘এটা পরিষ্কারভাবেই উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে,’ ওয়াল্টজ বলেন। ‘যুদ্ধের মাত্রা বাড়িয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমরা কীভাবে দু’পক্ষকে শান্তি আলোচনার টেবিলে নিয়ে আসতে পারবো?’

উল্লেখ্য, ওয়াল্টজের নিয়োগের জন্য সিনেটের অনুমোদনের প্রয়োজন হয় না।

তিনি বলেছেন, তিনি বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সাথে বৈঠক করেছেন।

ওয়াল্টজ বলেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিপক্ষ যদি মনে করে তারা ‘এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে খেলাতে পারবে’ তাহলে তারা ‘ভুল করবে।’ ওয়াশিংটনে ক্ষমতার পরিবর্তন হবে ডেমোক্র্যাট দলের বাইডেন থেকে তার দীর্ঘ দিনের রাজনৈতিক শত্রু ট্রাম্পের কাছে, যিনি একজন রিপাবলিকান।

ওয়াল্টজ বেশ ‘আত্মবিশ্বাসী’ যে ট্রাম্প ‘খুব অল্প সময়েই’ মধ্যপ্রাচ্যের একাধিক সংঘাতে শান্তি প্রতিষ্ঠা করবেন, যেখানে ইসরাইল ইরান-সমর্থিত গ্রুপগুলোর (গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহ) সাথে লড়াই করছে।

কিন্তু মাসের পর মাস গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার পরও আলোচনা স্থবির হয়ে আছে। আর লেবাননে ইসরাইল-হিজবুল্লাহ লড়াই থামানোর আলোচনায় এখনো ফল আসেনি।

সূত্র : ভিওএ

সর্বশেষ সংবাদ

রাদারফোর্ডের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে জয় খরা কাটালো ওয়েস্ট ইন্ডিজ

বড় পুঁজি নিয়েও পেরে উঠল না বাংলাদেশ। তিন শ' ছুঁই ছুঁই রান জয়ের জন্য যথেষ্ট করে তুলতে পারেনি তাসকিন-নাহিদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ