spot_img

মাওলানা সাদকে ছাড়া ইজতেমা হতে না দেয়ার হুমকি

অবশ্যই পরুন

মাওলানা সাদকে ছাড়া এবার ইজতেমা হতে না দেয়ার হুমকি দিয়েছেন তার অনুসারীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে, কাকরাইল মসজিদ থেকে রওনা দেন তারা।

এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসের সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে যেতে চাইলে পুলিশি বাধা দিলে রাস্তায় বসে পড়েন তারা।

তারা জানান, ষড়যন্ত্র ও বৈষম্যমূলকভাবে তাদের মুরুব্বিকে আসতে দিচ্ছে না একটি পক্ষ। পরে মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতির দাবিতে স্মারকলিপি নিয়ে ১০ সদস্যে প্রতিনিধি দল যমুনায় যায়।

সেখানে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাদের সাথে কথা বলেন এবং স্মারকলিপি গ্রহণ করেন। তিনি জানান, আলেম ওলামাদের কথা শুনে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে। শিগগিরই তাদের দাবি দাওয়া নিয়ে বৈঠক হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সর্বশেষ সংবাদ

গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ নিরাপদে থাকুক, তিনি এটাই চান। এমনকি গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ