spot_img

জমজমের পানি পানে সৌদি সরকারের নতুন নির্দেশনা

অবশ্যই পরুন

সৌদি আরবের পবিত্র দুই মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববীতে জমজমের পানি পানের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজ ও ওমরাহ পালনকারীদের জন্য এ নির্দেশনাগুলো জারি করা হয়েছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জমজমের পানি পানের সময় আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে এবং পান করার সময় শান্ত মনোভাব বজায় রাখতে হবে। মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে,
– পানি পানের আগে আল্লাহর নাম স্মরণ করতে।
– ডান হাতে পানি পান করতে।
– পানি পানের সময় এবং স্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে,
– পানি পানের স্থান ময়লা করা বা মেঝেতে পানি ফেলা থেকে বিরত থাকতে হবে।
– জমজমের পানির ট্যাপ ব্যবহার করে অযু করা নিষিদ্ধ।
– নির্ধারিত স্থানে কাপগুলো ব্যবহার শেষে যথাযথভাবে রাখতে হবে।
– ভিড় এড়াতে ঠেলাঠেলি না করা এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে।

প্রতিদিনই হাজার হাজার মুসল্লি জমজমের পানি পান ও ওমরাহ পালন করতে মক্কায় আসেন। ওমরাহ শেষ করে অনেকেই মদিনার মসজিদে নববীতে যান।

এ নির্দেশনাগুলো মুসল্লিদের জমজমের পানির প্রতি সম্মান ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সৌদি সরকার।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে এখনো প্রকাশ পায়নি চ্যাম্পিয়নস ট্রফির সূচি। তবে ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে তার রূপরেখা। যেখানে দেখা যাচ্ছে,...

এই বিভাগের অন্যান্য সংবাদ