spot_img

জমজমের পানি পানে সৌদি সরকারের নতুন নির্দেশনা

অবশ্যই পরুন

সৌদি আরবের পবিত্র দুই মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববীতে জমজমের পানি পানের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজ ও ওমরাহ পালনকারীদের জন্য এ নির্দেশনাগুলো জারি করা হয়েছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জমজমের পানি পানের সময় আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে এবং পান করার সময় শান্ত মনোভাব বজায় রাখতে হবে। মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে,
– পানি পানের আগে আল্লাহর নাম স্মরণ করতে।
– ডান হাতে পানি পান করতে।
– পানি পানের সময় এবং স্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে,
– পানি পানের স্থান ময়লা করা বা মেঝেতে পানি ফেলা থেকে বিরত থাকতে হবে।
– জমজমের পানির ট্যাপ ব্যবহার করে অযু করা নিষিদ্ধ।
– নির্ধারিত স্থানে কাপগুলো ব্যবহার শেষে যথাযথভাবে রাখতে হবে।
– ভিড় এড়াতে ঠেলাঠেলি না করা এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে।

প্রতিদিনই হাজার হাজার মুসল্লি জমজমের পানি পান ও ওমরাহ পালন করতে মক্কায় আসেন। ওমরাহ শেষ করে অনেকেই মদিনার মসজিদে নববীতে যান।

এ নির্দেশনাগুলো মুসল্লিদের জমজমের পানির প্রতি সম্মান ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সৌদি সরকার।

সর্বশেষ সংবাদ

সিরিয়ার বাফার জোন ‘দখলের’ নির্দেশ নেতানিয়াহুর

সিরিয়া সীমান্তে বাফার জোন দখল করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ