spot_img

‘নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ’

অবশ্যই পরুন

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা নিশ্চিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ—এমন মন্তব্য করেছেন দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিং। রোববার (১৭ নভেম্বর) দুপুরে ব্রাক বিশ্ববিদ্যালয়ে দেশটির অর্থায়নে পরিচালিত একাডেমি ফর অন্টোপ্রোনরস (এডব্লিউই) প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মেগান বোল্ডিং বলেন, এই দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা তাদের ভূমিকা প্রমাণ করেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নারী উদ্যোক্তারা পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। শুধুমাত্র উদ্যোক্তা তৈরিই নয় অর্থনৈতিক ক্ষমতায়নও এডব্লিউই প্রোগ্রামের লক্ষ্য। এই প্রোগ্রামের মাধ্যমে নারী উদ্যোক্তাদের টেকসই উন্নয়ন, পিয়ার টু পিয়ার এবং নেটওয়ার্কিংয়ের ওপর প্রশিক্ষণ দেয়া হয়।

প্রসঙ্গত, এডব্লিউই প্রোগ্রামের আওতায় ৯০ নারী উদ্যোক্তা স্নাতক সম্পন্ন করেছেন।

সর্বশেষ সংবাদ

লাইলাতুল কদরের রাতে যে আমল অবশ্যই করবেন

পবিত্র রমজানে হাজার মাস থেকে উত্তম এক রাত রয়েছে। যে রাতকে লাইলাতুল কদর বলা হয়। এ রাতে ইবাদতের সৌভাগ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ