spot_img

২৪ ঘণ্টায় লেবাননে ১৪৫ বার হামলা ইসরাইলের

অবশ্যই পরুন

গত ২৪ ঘণ্টায় ইসরাইলের সামরিক বাহিনী লেবাননজুড়ে ১৪৫ বার বোমা হামলা চালিয়েছে। এ হামলায় ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১১ জন।

রোববার (১৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সরকার দেশটিতে ইসরাইলের আক্রমণের মাত্রা ও এর তীব্রতা ব্যাখ্যা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেশটির পরিবেশমন্ত্রী নাসের ইয়াসিন এ প্রতিবেদন প্রকাশ করেছেন।

নাসের ইয়াসিনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ১৪৫ বার হামলা চালিয়েছে ইসরাইল। বেশিভাগই হামলা করা হয়েছে নাবাতিহ ও দক্ষিণ লেবাননে। এর মধ্যে নাবাতিহতে ৫৫ বার ও দক্ষিণ লেবাননে ৭৩ বার হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, লেবাননে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৩ হাজার ২২২টি হামলা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা ৩ হাজার ৪৫২ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৪ হাজার ৫৯৯ জন।

সূত্র : আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চাইলো বাংলাদেশ

এবার বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ