spot_img

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূসের রূপরেখা প্রত্যাশা ব্রিটেনের: ক্যাথরিন ওয়েস্ট

অবশ্যই পরুন

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ড. মুহাম্মদ ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছে যুক্তরাজ্য। রোববার (১৭ নভেম্বর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একটি রূপরেখা ঘোষণা করবেন। পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর জন্য সমতাপূর্ণ সুযোগ তৈরি হবে বলে আমাদের প্রত্যাশা।

তারেক রহমান ইস্যুতে ব্রিটিশ অবস্থান লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর বিষয়ে জানতে চাইলে ব্রিটিশ মন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে আলোচনা হয়নি। তবে বাংলাদেশ সরকার চাইলে যুক্তরাজ্য সহায়তা করতে প্রস্তুত।

রোহিঙ্গা ইস্যুতে ব্রিটেনের সহায়তা ক্যাথরিন ওয়েস্ট জানান, মিয়ানমারের সামরিক জান্তার দমনপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য আরও ১০ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে।

ব্রিটিশ মন্ত্রীর বাংলাদেশ সফর দুই দিনের সফরে শনিবার (১৬ নভেম্বর) ঢাকায় পৌঁছান ক্যাথরিন ওয়েস্ট।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাজ্যের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটিই প্রথম বাংলাদেশ সফর।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক্যাথরিন ওয়েস্ট চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সঙ্গে যুক্তরাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তদারকি করেন। পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা, রপ্তানি নিয়ন্ত্রণ, এবং প্রযুক্তির বিস্তৃতি ও প্রয়োগের বিষয়গুলো তার দায়িত্বের আওতাভুক্ত।

এই সফরের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রোহিঙ্গা সংকট নিয়ে ব্রিটেনের প্রতিশ্রুতি নতুন মাত্রা পেল।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি'জ-এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ