গত ২৪ ঘণ্টায় ইসরাইলের সামরিক বাহিনী লেবাননজুড়ে ১৪৫ বার বোমা হামলা চালিয়েছে। এ হামলায় ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১১ জন।
রোববার (১৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সরকার দেশটিতে ইসরাইলের আক্রমণের মাত্রা ও এর তীব্রতা ব্যাখ্যা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেশটির পরিবেশমন্ত্রী নাসের ইয়াসিন এ প্রতিবেদন প্রকাশ করেছেন।
নাসের ইয়াসিনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ১৪৫ বার হামলা চালিয়েছে ইসরাইল। বেশিভাগই হামলা করা হয়েছে নাবাতিহ ও দক্ষিণ লেবাননে। এর মধ্যে নাবাতিহতে ৫৫ বার ও দক্ষিণ লেবাননে ৭৩ বার হামলা চালানো হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, লেবাননে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৩ হাজার ২২২টি হামলা হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা ৩ হাজার ৪৫২ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৪ হাজার ৫৯৯ জন।
সূত্র : আল-জাজিরা