spot_img

ধানুশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নয়নতারার

অবশ্যই পরুন

দক্ষিণের চলচ্চিত্রের জনপ্রিয় তারকা নয়নতারা ও ধানুশ। একসঙ্গে কাজও করেছেন এই নায়ক-নায়িকা। হঠাৎ করেই আলোচনায় তারা। তাদের মধ্যে চলমান দ্বন্দ্ব এবার দৃশ্যমান, যা প্রকাশ্যে এনেছেন নয়নতারা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাতে ধানুশের উদ্দেশে তিন পৃষ্ঠার খোলাচিঠি লিখলেন অভিনেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, অভিনেত্রীর অভিযোগ, মুক্তির অপেক্ষায় থাকা তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’-এ ‘নানুম রৌডি ধান’ সিনেমার ফুটেজ, গান ব্যবহারের জন্য ধনুশের কাছে অনুমতি চান অভিনেত্রী। আর এই সিনেমাটির প্রযোজক ছিলেন অভিনেতা। দুই বছর ধরে চেষ্টা করলেও সে বিষয়ে কিছু বলেননি ধানুশ। উল্টো নয়নতারার বিরুদ্ধে পাঠিয়েছেন আইনি নোটিশ। ধানুশের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন অভিনেত্রী। সে কারণেই অভিনেতার উদ্দেশ করে একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা।

খোলা চিঠিতে নয়নতারা লেখেন, আপনার মতো একজন লব্ধপ্রতিষ্ঠিত অভিনেতার, যিনি নিজের বাবা ও ভাইয়ের সমর্থন ও আশীর্বাদ পেয়েছেন—তার এই চিঠি ভালো করে পড়া ও বোঝা উচিত। আপনি জানেন, আমাকে সিনেমায় টিকে থাকার জন্য লড়াই করতে হয়। কেননা আমি নিজেই নিজেকে তৈরি করেছি। আমার কোনো যোগাযোগ ছিল না সিনেমার দুনিয়ার সঙ্গে। অনেক দিন ধরে সংগ্রাম করে আমাকে এখানে আসতে হয়েছে। সে কারণে আমি কাজের প্রতি সৎ থাকি, কেননা আমার কোনোকিছুই গোপন না আর দর্শককে সবসময় ভালো অভিনয়টাই উপহার দিতে চাই।’

চিঠিতে নয়নতারা আরো লেখেন, আমাকে নিয়ে নির্মিত নেটফ্লিক্সের তথ্যচিত্রটির জন্য দর্শক অনেক দিন ধরে অপেক্ষা করছে। এর জন্য দীর্ঘদিন আমরা কাজ করছি। এতে আমার বহু সিনেমা, বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য ভিডিও ক্লিপ থাকবে। সিনেমার ক্লিপগুলো সবাই খুশি মনেই আমাকে দিয়েছে। কিন্তু আপনিই নানুম রৌডি ধানের ক্লিপ দিলেন না। এতে আমার তেমন কোনো ক্ষতি হবে না, তবে তথ্যচিত্রটি যারা নির্মাণ করছেন তাদের অনেক ক্ষতি হয়ে যাবে।

ধানুষের এ কাজ প্রতিশোধপরায়ণতা বলে উল্লেখ করেছেন নয়নতারা। তবে প্রতিশোধ, সেটা উল্লেখ করেননি অভিনেত্রী।

সর্বশেষ সংবাদ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ড. মুহাম্মদ ইউনূসকে ১৪-১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে আয়োজিত তিনদিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ