spot_img

সিরিজ হারের পর র‍্যাঙ্কিংয়েও অবনতি টাইগারদের

অবশ্যই পরুন

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের ক্ষত এখনো দগদগে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে গেছে টাইগাররা। সেই ধাক্কা সামলে উঠার আগেই নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে দলের।

ক্রিকেট পাড়ায় একটা কথার প্রচলন আছে, ‘ওয়ানডে বাংলাদেশের খেলা।’ অবশ্য আমাদের ক্রিকেটে গর্ব করার মতো অর্জন আছে, সব এই ফরম্যাটেই পাওয়া। এক সময় তো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠতে পেরেছিল টাইগাররা।

তবে এখন বোধহয় দিন বদলাতে শুরু করেছে, নিজেদের শক্তির জায়গা হচ্ছে হাতছাড়া। যার সর্বশেষ উদাহরণ আফগানিস্তানের কাছে সিরিজ হার। যেই হারের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। আফগানিস্তানের পিছনে পড়ে গেছে এখন বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সপ্তাহ হালনাগাদে দেখা গেছে, একধাপ পিছিয়ে নয়ে নেমে গেছে টাইগাররা। আর নয় নম্বর থেকে আটে উঠে এসেছে আফগানিস্তান। দুই দলের পয়েন্ট যদিও সমান ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে শান্ত বাহিনী।

অথচ সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পর বাংলাদেশকে ছুঁয়ে ফেলে আফগানরা।

রশিদ খানের দল পেল ধারাবাহিক ভালো খেলার পুরস্কার। বাংলাদেশের আগে সদ্যই আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ওয়ানডে সিরিজ জেতে আফগানিস্তান।

১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান তিনে আছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।

 

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি'জ-এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ