spot_img

ইনু-মেননকে কারাগারে প্রেরণ, পলকের রিমান্ড কার্যকরের নির্দেশ

অবশ্যই পরুন

যাত্রাবাড়ি থানার ইমন গাজী হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে কারাগারে পাঠিয়েছে আদালত। পাশাপাশি একই থানার পৃথক হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকের ৭ দিনের রিমান্ড কার্যকরের নির্দেশ দেন আদালত।

শনিবার (৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে, গত ২২ আগস্ট গুলশান থেকে রাশেদ খান মেননকে ও ২৬ আগস্ট উত্তরার থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। এরপর আলাদা হত্যা মামলায় তাদেরকে বেশ কয়েকবার রিমান্ডে পাঠায় আদালত।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ দলটির মন্ত্রী-এমপিসহ নেতাকর্মীদের নামে সারাদেশে শতাধিক হত্যা মামলা দায়ের হয়।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের আয়োজক ভারত হলেও পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়

সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার জেরে পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে ভারতকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন দেশটির একাধিক সাবেক ক্রিকেটার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ