spot_img

জুবায়েরপন্থিদের ওপেন চ্যালেঞ্জ জানিয়ে ৫ দাবি সাদপন্থিদের

অবশ্যই পরুন

জুবায়েরপন্থিরা যেসব অভিযোগ এনেছেন, তা প্রমাণে ওপেন চ্যালেঞ্জ ও বিশ্ব ইজতেমা আয়োজন ও পালন নিয়ে পাঁচ দফা দাবি তুলে ধরেছে সাদপন্থিরা। আজ বুধবার (৬ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন সাদ অনুসারী আলেম-ওলামারা।

গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জোবায়েরপন্থিরা বিশ্ব ইজতেমার দখল ও সাদপন্থিদের নিয়ে যে সমালোচনা করেছে তার প্রতিবাদ করে সাতটি শর্তের ভিত্তিতে তা প্রমাণে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে প্রস্তাব দিয়েছে সাদপন্থিরা।

শর্তগুলো হচ্ছে:

১. দারুল উলম দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী (দা. বা.) ও পাকিস্তানের শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানীসহ (দা. বা.) ভারত ও পাকিস্তানের শীর্ষ আলেমরা বিচারক হিসেবে উপস্থিত থাকবেন।

২. সরকারের উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

৩. গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন এবং লাইভ ও রেকর্ড সম্প্রচার করা হবে।

৪. সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা সীমাবদ্ধ রাখতে হবে।

৫. উভয় পক্ষের নির্দিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

৬. বিতর্কটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম অনুষ্ঠিত হবে।

৭. বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বিশ্ব ইজতেমার আয়োজন ও পালনে সাদপন্থিরা জানিয়েছেন পাঁচটি দাবি। সেগুলো হলো:

১. মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

২. বিগত সাত বছরের বৈষম্য দূর করে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব নিজামুদ্দিন মারকাজ অনুসারী মূলধারা তাবলীগের বুঝিয়ে দিতে হবে।

৩. কাকরাইল মসজিদ ও বিশ্ব ইজতেমা ময়দানের বৈষম্য দূর করে তাবলীগের মূলধারার সাথীদের হাতে বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছে।

৪. ১ ডিসেম্বর ২০১৮-তে টঙ্গীর ময়দানে যে দুজন হত্যা হয়েছে এবং কিশোরগঞ্জে ও নিউমার্কেট তিনজন হত্যা হয়েছে তাতে জুবায়েরপন্থিদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।

৫. সারা বাংলাদেশে মসজিদে উস্কানিমূলক বক্তব্য বন্ধ করতে হবে।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ