spot_img

মালিতে সাবেক ক্যু নেতার ক্ষমতা গ্রহণ

অবশ্যই পরুন

আফ্রিকার দেশ মালিতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেফতার করার পর ভাইস প্রেসিডেন্ট কর্নেল আসিমি গৈতা ক্ষমতা গ্রহণ করেছেন। গত আগস্টে তিনি দেশটিতে অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করেছিলেন। এবার ওই সরকারকে হটিয়ে নিজেই ক্ষমতা গ্রহণ করলেন।

গৈতা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার নতুন মন্ত্রিসভা গঠনে তার সাথে পরামর্শ না করায় নিজেই দায়িত্ব গ্রহণ করতে বাধ্য হয়েছেন। সোমবারের মন্ত্রিসভার রদবদলের সময় তাকে বাদ দেয়া হয়েছিল।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তাদের মিশন বাস্তবায়ন করতে সক্ষম হয়নি।
সোমবার প্রেসিডেন্ট বাহ নদাও ও প্রধানমন্ত্রী মক্টর ওয়ান ও প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেফতার করে রাজধানীর বাইরে নিয়ে যাওয়া হয়।

জাতীয় টেলিভিশনে এক সহযোগীর মাধ্যমে পাঠ করা বিবৃতিতে বলা হয়, গৈতা আগামী বছর নির্বাচনের ব্যবস্থা করবেন।

এদিকে জাতিসঙ্ঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, আঞ্চলিক দেশগুলো এই সামরিক পদক্ষেপের নিন্দা করে অবিলম্বে আটক নেতাদের মুক্তি দাবি করেছেন।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ