ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের ওপর দখলদার ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে যে ঐক্যের সুর বেজে উঠেছে তাতে কণ্ঠ মিলিয়েছেন নরওয়ের রাজধানী অসলোর বিশপ ক্যারি ভিতেবার্গ। তিনি সরাসরি ইসরাইলকে বয়কট করার জন্য নরওয়ের গির্জার প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিশপ ভিতেবার্গ বলেছেন, তিনি বিশ্বাস করেন সাধারণ বয়কট আন্দোলন হতে পারে ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে সেরা অহিংস প্রতিরোধ আন্দোলন। তিনি বলেন, “আন্তর্জাতিক আইনের আওতায় ফিলিস্তিনি জনগণের জন্য আর্থিক সহায়তা করার নৈতিক ও আইনি বাধ্যবাধকতা রয়েছে। আমরা নরওয়ের গির্জাগুলোর প্রতি ‘ইসরাইল বয়কট’ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাই। আমরা মনে করি- সমস্যার সমাধান ও শান্তি আনার জন্য ইসরাইল থেকে পুঁজি প্রত্যাহার এবং তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ভালো উপায় হতে পারে।”’
গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের পর বিশপ ক্যারি ভিতেবার্গ তার ফেইসবুক পেইজে এসব কথা লিখেছেন। এছাড়া, তিনি একটি ছবি শেয়ার করেছেন যার অর্থ হলো বৃহত্তর অঙ্গনে ইসরাইলকে বয়কট করা। অবশ্য, তার এ আহ্বান কিছু সমালোচনার মুখেও পড়েছে। অসলোর ন্যাশনাল কনজারভেটিভ প্রগ্রেসিভ পার্টির নেতা ও অসলোর এমপি ক্রিশ্চিয়ান টাইব্রিং জিজেদ্দে বিশপ ক্যারি ভিতেবার্গকে ইহুদিবিরোধী বলে মন্তব্য করেছেন।