spot_img

যুক্তরাজ্য থেকে জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

যুক্তরাজ্য থেকে কোনো ব্যক্তির জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের পর এমন সিদ্ধান্ত নিল জার্মানি। রবিবার (২৩ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে প্রবেশপ্রার্থী জার্মান নাগরিকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটি আরোপিত হবে না। কিন্তু জার্মানিতে পৌঁছে তাদের অন্তত দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে।

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় এমন সিদ্ধান্ত গ্রহণ করল জার্মানি। দেশটি তাদের মোট জনসংখ্যার ৪০ শতাংশকে ভ্যাকসিনের আওতায় আনতে পরেছে। ফলে গত এক মাসে জার্মানিতে সংক্রমণের হার হ্রাস পেয়েছে নাটকীয়ভাবে। অনেক বিশেষজ্ঞ বলছেন, এখন দেশটিতে তৃতীয় ঢেউয়ের শঙ্কা কেটে গেছে।

এর আগে স্পেনে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞার মুখে পড়েছিল যুক্তরাজ্য। পরে গত সোমবার সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

জার্মানিতে নতুন করে আক্রান্ত করোনা রোগীদের মধ্যে ২ শতাংশের শরীরে ভারতীয় ধরনের অস্তিত্ব মিলেছে। দেশটির ধারণা এ ধরনটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

শুক্রবার (২১ মে) যুক্তরাজ্যে কোভিড-১৯ ভাইরাসে নয় জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২ হাজার ৮২৯ জন।

সূত্র : বিবিসি নিউজ

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ