গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই। টানা ১০ম দিনের সহিংসতায় প্রাণ গেছে আরও ৮ জনের। এ নিয়ে ফিলিস্তিনে ইসরায়েলের চলমান হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে কমপক্ষে ২২৮ জনে।
রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় টার্গেট করা হয় হামাসের বেশকিছু সামরিক ঘাঁটি। বিধ্বস্ত হয় বহু বসতবাড়িও। প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে হামাসও। ইহুদিদের লক্ষ্য করে পাল্টা রকেট ছোড়ে সংগঠনটির সদস্যরা। বুধবার ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকেও ছোড়া হয় রকেট। তবে এতে হতাহতের খবর মেলেনি।
বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপে অস্ত্রবিরতির আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে ঘোষণা দেন নেতানিয়াহু। তবে কোনো কোনো গোয়েন্দা সূত্র বলছে, দুই-একদিনের মধ্যে আসতে পারে অস্ত্রবিরতির ঘোষণা।