spot_img

গাজায় বিমান হামলায় ইসলামিক জিহাদ কমান্ডার নিহত

অবশ্যই পরুন

ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ নিয়ে টানা ৮দিনের মতো দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে।ইসরায়েলের নৃশংস আগ্রাসনের জবাবে ফিলিস্তিন থেকে ব্যাপক হারে রকেট হামলা চালানো হচ্ছে। যা ২০১৯ ও ২০০৬ সালের চাইতে বেশি। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড।  নিহতের নাম  হুসাম আবু হারবীদ। সোমবার (১৭ মে) আল-জাজিরার প্রতিবেদনে এ খবর জানা গেছে।

বোমা হামলা চালিয়ে হুসাম আবু হারবীদ নামে কমান্ডারকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলের সাধারণ নাগরিকদের হত্যার উদ্দেশে একাধিক সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন হারবীদ। তাই ওই পরিকল্পনা নষ্ট করতেই হামলা চলানো হয়েছে।

এক সপ্তাহের আগে শুরু হওয়া ইসরায়েল- ফিলিস্তিন সহিংসতা সোমবারও (১৭ মে) অব্যাহত রয়েছে।

চলমান এ সহিংসতা থামাতে রোববার (১৬ মে) জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল বৈঠকে বসেছিল। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘাত বন্ধের আহ্বান সংবলিত ঘোষণা দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তৃতীয় বৈঠকটিও ব্যর্থ হয়েছে। এর আগে রুদ্ধদ্বার দুটি বৈঠকও ব্যর্থ হয়। সর্বশেষ বৈঠকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ থেকে মানুষকে জীবিত ও মৃত উদ্ধারে ইসরায়েলের সঙ্গে সাময়িক অনুমতির চুক্তিতেও পৌঁছাতে পারেনি নিরাপত্তা পরিষদ।

সর্বশেষ সংবাদ

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পর তার চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ