করোনার টিকা নিতে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য এ প্রণোদনা দিচ্ছে নিউজার্সির একটি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টিকা নেয়ার হার কমে আসায় এ ধরণের বিভিন্ন প্রণোদোনা দিচ্ছে দেশটির অঙ্গরাজ্যগুলো।
ছয় মাসে যুক্তরাষ্ট্রের প্রায় ১৫ কোটি করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। যা বিশ্বে টিকা নেয়ার রেকর্ড। তবে গত মাস থেকে টিকার প্রতি অনাগ্রহ দেখা দিয়েছে মার্কিনিদের। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্টে এখন গড়ে প্রতিদিন ১০ লাখ মানুষকে টিকা দেয়া হচ্ছে। তিন সপ্তাহ আগেও এই সংখ্যা ছিল ৩০ লাখ।
টিকা নেওয়ার ক্ষেত্রে তরুণরা বেশি গড়িমসি করছে। তাই তরুণদের টিকা নিতে উৎসাহিত করতে অঙ্গরাজ্যগুলো হাতে নিয়েছে বিভিন্ন প্রকল্প।
নিউজার্সির রোয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ৭ই আগস্টের মধ্যে ভ্যাকসিন নেয়ার সনদ দেখাতে পারলে মে-আগস্ট সেমিস্টারের টিউশন ফিতে ৫০০ ডলার ছাড় পাবে। এছাড়াও আবাসিক শিক্ষার্থীরা তাদের ভাড়া বাবদ আরও ৫০০ ডলারসহ মোট এক হাজার ডলার ছাড় পাবেন।
১৬ থেকে ৩৫ বছর বয়সীরা টিকা নিলে তাকে ১০০ ডলারের সঞ্চয়পত্র দেওয়ার প্রস্তাব দিয়েছে ওয়েস্ট ভার্জিনিয়া। কিছু কিছু রাজ্যে টিকা নেয়ার পরিবর্তে বিনামূল্যে খাবার দেয়া হচ্ছে। কোথাও টিকা নেয়ার অভিজ্ঞতা শেয়ার করলে দেয়া হচ্ছে বিনামূল্যে খেলার টিকিট।
৩৩ কোটিরও বেশি জনসংখ্যার এ মহাদেশে এখন পর্যন্ত ৫০ শতাংশ মানুষও টিকা গ্রহণ করেনি। বাইডেন প্রশাসনের লক্ষ্য ৪ঠা জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকার আওতায় নিয়ে আসা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোন দেশ ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে পারলে সেখানে হার্ড ইমিউনিটি তৈরি হয়।