spot_img

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আলমগীর

অবশ্যই পরুন

বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়ক, প্রযোজক, পরিচালক আলমগীর করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বুধবার (৫ মে) বিকেলে নিজ বাসায় ফিরেছেন। এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন বরেণ্য এই অভিনেতা।

আলমগীর বলেন, ‘আলহামদুলিল্লাহ্, মহান আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছি। তবে ডাক্তার বলেছেন, বাসায় আমাকে এই মুহূর্তে যথেষ্ট সচেতনতার মধ্যে থাকতে হবে। বাইরে খুউব কম বের হতে হবে এবং যতো বেশি পারা যায় বিশ্রামে থাকতে হবে। আমিও যথাসাধ্য চেষ্টা করবো ডাক্তারের পরামর্শ মেনে চলতে। আমি তাদেরকে আমার অন্তরের অন্ত:স্থল থেকে আনন্তরিক ধন্যবাদ জানাই যারা আমার জন্য দোয়া করেছেন, নানান মাধ্যমে আমার খোঁজ নিয়েছেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।’

গত ১৮ এপ্রিল করোনায় আক্রান্ত হবার পর রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হন আলমগীর। সেখানে অধ্যাপক ডা. রাশেদুল হাসান কনক, ডা. হুমায়ূন কবির কল্লোল ও ডা. তানজিনা হোসেনের তত্ত্বাবধানে আলমগীরের চিকিৎসা চলে।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ