বেসবাবা হিসেবে খ্যাত ব্যান্ড তারকা সুমন দীর্ঘ দিন ধরেই অসুস্থ। প্রথমে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সেটার চিকিৎসা করাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন এবং তার স্পাইনাল কর্ড ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।
এ পর্যন্ত বহুবার সার্জারি করিয়েছেন সুমন। কিন্তু এখনো সেভাবে কোনো উন্নতি হয়নি। অবস্থার অবনতি হওয়ায় কিছু দিন আগে তাকে নেওয়া হয়েছে থাইল্যান্ডে। সেখানকার সামিতিভেজ হাসপাতালে চলছে তার চিকিৎসা।
এদিকে কেউ কেউ বলছেন, বেসবাবা সুমনের অবস্থা আশঙ্কাজনক। তিনি মৃত্যুর দিন গুণছেন। তবে এসব কথায় কান দিতে নিষেধ করলেন সুমন। তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে নিজের অবস্থা জানিয়েছেন।
সুমন লিখেছেন, আমার অবস্থা চলছে কোনওরকম। সারাদিন হোটেলে বসে সাইবারপাঙ্ক খেলি আর তিন দিন পর পর হসপিটাল যাই থেরাপি করতে। নেক্সট মাসে ঢাকা চলে আসব ইনশাআল্লাহ।
তিনি আরও লিখেছেন, কয়েকটা সার্জারি করাতে হবে। স্পাইনের অবস্থা খুব একটা ভালনা। সম্ভবত ঈদ এর পর জার্মানি তে গিয়ে করাব। যারা বলে বেড়াচ্ছে আমি ‘মৃত্যুর দিন গুনছি’ তাদের কথা সিরিয়াসলি নেবেন না। একটু আগেও চেক করলাম, আমি যথেষ্ট পরিমানে ‘জীবিত’ আছি। যাইহোক, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।
উল্লেখ্য, গত বছরের মার্চে জার্মানি গিয়ে স্পাইনাল কর্ডের চিকিৎসা করানোর কথা ছিল সুমনের। কিন্তু করোনার কারণে যেতে পারেননি। এ বছরও চেষ্টা করেছিলেন সেখানে যাওয়ার। কিন্ত তাও সম্ভব হয়নি। এজন্য বাধ্য হয়ে থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নিচ্ছেন এই ব্যান্ড তারকা।