spot_img

হত্যার উস্কানি দিচ্ছেন তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই: ফারুকী

অবশ্যই পরুন

দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিভিন্ন স্মাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে প্রায় সময় কথা বলেন তিনি। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন ফারুকী। একের পর এক পোস্ট করে ছাত্রদের সমর্থন জানিয়েছেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এই নির্মাতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার (২০ নভেম্বর) এক পোস্ট করেছেন তিনি। এরপর শুরু হয় নতুন আলোচনা।

ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনও খুনী হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তিকে হত্যার উস্কানি দিচ্ছেন তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই।

হিটলারের কালে জন্ম হলে আপনারা নাজি হতেন উল্লেখ করে তিনি বলেন, আমি জানিনা শিল্পী দাবি করা একজন মানুষ কি করে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। শেইম, হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাজি। অনেকেই মোস্তফা সরয়ার ফারুকীর সেই পোস্টের সঙ্গে সহমত জানিয়েছেন কমেন্ট বক্সে।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই ফারুকীর অতীতের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন একদল মানুষ। যদিও বিষয়টি নিয়ে একাধিকবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফারুকী।

সর্বশেষ সংবাদ

ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি

ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন। ‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ