spot_img

রণবীর নয়, কার্তিকের সঙ্গেই শেষে ‘আশিকী’ টিকে গেল তৃপ্তি ডিমরির?

অবশ্যই পরুন

রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ ছবিতে তৃপ্তি ডিমরিকে নিয়ে কম চর্চা হয়নি। এবার কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করে ফের আলোচনায় এই অভিনেত্রী। কার সঙ্গে প্রেমে বেশি তৃপ্তি? এমন প্রশ্ন কিন্তু উঠতেই পারে বলিউডে, উষ্ণ নায়িকা তৃপ্তি ডিমরিকে ঘিরে। প্রশ্ন তোলার কারণ অবশ্য তিনি নিজেই তৈরি করে দিয়েছেন। কখনও বিপরীতে রণবীর কাপুর তো কখনও কার্তিক আরিয়ান। নায়িকা দুই নায়কের সঙ্গেই চূড়ান্ত সাবলীল।

ফলাফল, জুটি হিট। কিন্তু বলিউড বলছে, কার্তিকের সঙ্গেই নাকি পর্দায় প্রেমে বেশি তৃপ্তি তাঁর! আর তাই, আগামী বছর ফের ‘রুহ্ বাবা’র সঙ্গেই জুটি বেঁধে ফ্লোরে যাচ্ছেন তিনি।

তৃপ্তি যে প্রথম সারির নায়কদের বিপরীতেও নিজেকে প্রমাণ করতে পারেন, প্রথম বোঝা গিয়েছিল ‘অ্যানিমেল’ ছবি মুক্তির পর। রণবীরের সঙ্গে তৃপ্তি ঘনিষ্ঠতম। দেখে উত্তাপ ছড়িয়েছে দর্শকের মধ্যেও! ছবি ব্লকবাস্টার। অনুরাগীদের চাহিদা, ফের এই জুটিকেই চাই তাঁদের।

এদিকে সেই পর্ব মিটতে না মিটতেই তৃপ্তি দ্বিতীয় বার পর্দায় এলেন কার্তিককে নিয়ে। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে। এখানেও তিনি স্বমহিমায়। কিন্তু এই জুটির পর্দার প্রেম কিন্তু রণবীর-তৃপ্তির রসায়নের মতো জুড়িয়ে পান্তা হল না। হতে দিচ্ছে না অনুরাগ বসুর ‘আশিকী ৩’। খবর, সব ঠিক থাকলে ২০২৫-এর জানুয়ারিতেই ছবির শুটিং শুরু হচ্ছে।

আর কারা থাকছেন ছবিতে? ত্রিকোণ প্রেমের তৃতীয় বাহু হিসাবে দেখা যাবে শর্বরীকে। এই ছবিতে প্রথমে নায়কের ভূমিকায় অভিনয়ের কথা ছিল আদিত্য রায় কাপুরের। পরে তিনি সরে যাওয়ায় কার্তিক আসেন।

সর্বশেষ সংবাদ

সেফ জোনে হামলা চালিয়ে ২১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

গাজার আল মাওয়াসি সেফ জোনে হামলা চালিয়ে ২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৪৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ