সফরের জন্য জর্ডানের নিজস্ব আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পিত সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল হয়েছে। এর আগে বৃহস্পতিবার কূটনীতিক সম্পর্ক স্থাপনের পর উপসাগরীয় দেশটিতে প্রথমবারের মতো সরকারি সফরে আসার কথা ছিল নেতানিয়াহুর।
বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী ‘আজ সংযুক্ত আরব আমিরাতে সফরের প্রত্যাশা করলেও জর্ডানের আকাশসীমায় তার ফ্লাইট সমন্বয়ের জটিলতার কারণে এই সফর স্থগিত করা হয়েছে।’
হিব্রু ভাষায় প্রকাশিত এই বিবৃতিতে সফরের নতুন কোনো তারিখের ঘোষণা করা হয়নি।
এতে আরো বলা হয়, জর্ডানের যুবরাজ হুসাইন বিন আলীর অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে বুধবারের পরিকল্পিত সফরে ‘নিরাপত্তাজনিত কারণে’ অনুমতি না দেয়ার পরিপ্রেক্ষিতে জর্ডান এই এই পদক্ষেপ নিয়েছে।
এই ঘটনায় আম্মান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে এই সফর বা সফর বাতিলের তথ্য নিশ্চিত করেনি।
এর আগে বুধবার ইসরাইলি সংবাদমাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর পরিকল্পিত সফরের খবর জানানো হয়।
ইসরাইলের সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে নেতানিয়াহুকে স্বাগত জানাতে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর উপ-প্রধান শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান উপস্থিত থাকবেন।
গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সাথে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক স্থাপনের চুক্তিতে স্বাক্ষর করে। ‘ইবরাহিমি চুক্তি’ (আব্রাহাম অ্যাকর্ড) নামে পরিচিত এই চুক্তিতে পরে মরক্কো ও সুদান যোগ দেয়।
সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে চুক্তির আওতায় দেশ দু’টি অর্থনীতি, বাণিজ্য,বিমান যোগাযোগ, জ্বালানি, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, কৃষিসহ ১৫টি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতায় সম্মত হয়।
এর আগে ফেব্রুয়ারিতে উপসাগরীয় অপর দেশ বাহরাইনে নেতানিয়াহু এক দিনের সফরের পরিকল্পনা করলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ওই সফর স্থগিত করেন তিনি।
সূত্র : আলজাজিরা