spot_img

মসজিদে নববির বয়স্ক খাদেমের প্রতি সৌদি নাগরিকদের শ্রদ্ধা ও ভালোবাসা

অবশ্যই পরুন

সৌদি আরবের মসজিদে নববিতে ৪০ বছর চাকরি করা ৮০ বছর বয়স্ক এক ব্যক্তির প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

সৌদি আরবের নাগরিকরা এ মসজিদের খাদেমের জন্য একটি ফান্ড গঠনের জন্য প্রচারণাও চালাচ্ছেন। মসজিদে নববির এ বয়স্ক খাদেমের নাম মোকতাদা। তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সৌদি নাগরিকরা তার নিয়োগকর্তাকে অনুরোধ করেছে তাকে বরখাস্ত না করতে। তাকে সম্মান জানানোরও আহ্বান করা হয়।

মসজিদে নববীর খাদেম মোকতাদা গণমাধ্যমকে বলেন, ‘এটা খুব কঠিন মুহূর্ত ছিল যখন আমার নিয়োগকর্তা আমাকে বললেন, আমার বয়সের কারণে আমাকে অবসর দেয়া হচ্ছে।’

সংখ্যাগরিষ্ঠ সৌদি নাগরিক মসজিদে নববির এ খাদেমকে স্থায়ী ‘ইকামা’ (কাজ করার অনুমতিপত্র) ও নাগরিকত্ব প্রদানের জন্য দেশটির সরকারের ওপর চাপ প্রয়োগ করছেন। যাতে করে এ খাদেম যত দিন সৌদি আরবে থাকবেন তত দিন তিনি যেন নিয়মিত বেতন পান। তার চার দশকের সেবার জন্য এ দাবি করা হচ্ছে।

আসারক আল-আওসাত পত্রিকার লেখক হামাদ আল-মাজেদ বলেন, তিনি সৌদি বিন লাদেন গ্রুপের একজন কর্মকর্তার কাছ থেকে এ খাদেমের ব্যাপারে বিভিন্ন প্রচার-প্রচারণার কথা জেনেছেন।

সৌদি আরবের লেখিকা মোনাইরা আল-কাদিবও প্রচারণার ব্যাপারে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন, এ ধরনের খাদেমদের সম্মানিত করা উচিৎ।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ