spot_img

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন ইলন মাস্ক

অবশ্যই পরুন

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দ্য নিউইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা নিরসনের চেষ্টায় ইলন মাস্ক এ সাক্ষাৎ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ধনকুবের মাস্ক ও ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানির মধ্যকার এ বৈঠক ছিল ‘ইতিবাচক’।

দ্য নিউইয়র্ক টাইমস আরও বলেছে, গত সোমবার একটি গোপন স্থানে আমির সাঈদ ও ইলন মাস্কের মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে ওই বৈঠক চলে।

তবে এ বৈঠকের বিষয়ে ট্রাম্প শিবির বা জাতিসংঘে ইরানের মিশন কিছু জানায়নি।

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মাস্কের বৈঠকের এ তথ্য যদি সত্য হয়ে থাকে, তবে ট্রাম্প যে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতায় জোর দিচ্ছেন এটি তারই আগাম ইঙ্গিত।

উল্লেখ্য,রিপাবলিকান পার্টির অনেক রক্ষণশীল রাজনীতিবিদ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ইরানের বিষয়ে আক্রমণাত্মক মার্কিন নীতিকেই পছন্দ করেন।

বিশ্লেষকদের মতে, বৈঠকের খবর নিশ্চিত হলে তা ট্রাম্প প্রশাসনে টেসলা ও এক্সের মালিক মাস্কের অসাধারণ প্রভাব থাকার বিষয়টিও ফুটিয়ে তুলবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই ট্রাম্পের সঙ্গে প্রায় সময়ে মাস্কের উপস্থিত থাকার বিষয় লক্ষ করা গেছে। নির্বাচনে জেতার পর ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ফোনালাপেও অংশ নিতে দেখা যাচ্ছে মাস্ককে।

এবারের নির্বাচনী প্রচার-প্রচারণায় ট্রাম্প নিজেকে একজন মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছেন। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকার মধ্যেই নেতানিয়াহু সম্প্রতি ইরানের মাটিতে হামলার নির্দেশ দেন।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, বৈঠকে ইরানের রাষ্ট্রদূত মাস্ককে তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে ও ব্যবসা-বাণিজ্য শুরু করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার মাস্ককে “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘দাগি’ হয়ে ফিরছেন আফরান নিশো

দীর্ঘ দেড় বছরের বিরতির পর অবশেষে নতুন সিনেমার ঘোষণা দিলেন অভিনেতা আফরান নিশো। আজ (৮ ডিসেম্বর) আফরান নিশোর জন্মদিনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ