মিয়ানমারের গণতন্ত্রপন্হীদের ওপর গুলি এবং সেনা অভিযানের ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। আরও এক বিক্ষোভকারীর প্রাণহানিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, শুক্রবার রাতে গুলিতে প্রাণ যায় আরও এক গণতন্ত্রপন্হীর। হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও শতাধিক। যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
যদিও প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে দাবি আন্দোলনকারীদের। মিয়ানমারজুড়ে অব্যাহত আছে ধরপাকড়। থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইয়াঙ্গুন এবং রাজধানী নেইপিদো’তে।
জান্তাবিরোধী বিভিন্ন পদক্ষেপ নেওয়া অব্যাহত আছে সামাজিক মাধ্যমে। মিয়ানমার সরকারের সাথে সংশ্লিষ্ঠ ৫টি চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব।
এদিকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানান জাতিসংঘের বিশেষ দূত শারনার বার্গেনার।