spot_img

ইউরোপীয় রাষ্ট্রদূত বহিষ্কারের আহ্বান জানালো ভেনিজুয়েলার সংসদ

অবশ্যই পরুন

ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে দেশটি থেকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বহিষ্কারের আহ্বান জানিয়েছে জাতীয় সংসদ।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বহুসংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

ভেনিজুয়েলার সংসদ স্পিকার জর্জ রোদ্রিগেজ বলেন, কারাকাসে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্ছিত ঘোষণা করার আহ্বান জানিয়েছে দেশের জাতীয় সংসদ। এই প্রস্তাবের প্রতি স্পিকার নিজেও সমর্থন দিয়েছেন বলে জানান।

এর আগে একবার ইউনিয়নের পক্ষ থেকে কারাকাসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ভেনিজুয়েলার সরকার ইসাবেলকে অবাঞ্চিত ঘোষণা করেছিল।

গত বছরের জুলাই মাসে ভেনিজুয়েলার সরকার তাকে কারাকাস ছাড়ার জন্য ৭২ ঘন্টা সময় দিয়েছিল, তবে পরবর্তীতে সেই নির্দেশ থেকে পিছিয়ে আসে ভেনিজুয়েলা সরকার।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ