spot_img

বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী মহাপরিচালক

অবশ্যই পরুন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নতুন মহাপরিচালক হিসেবে মনোনীত হয়েছেন এনগোজি ওকোনজো-ইওয়েলা। এ প্রথম কোনো নারী এবং কৃষ্ণাঙ্গ বাণিজ্যের শীর্ষ সংস্থাটির সর্বোচ্চ পদে বসলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ডব্লিউটিও’র মহাপরিচালক পদের জন্য ওকোনজো-ইওয়েলার সর্বশেষ প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইয়ো মিয়াং-হি।

গত অক্টোবরে নাইজেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইওয়েলাকে সমর্থন দেয় ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, অস্ট্রেলিয়াসহ ডব্লিউটিও’র আরও অনেক সদস্য দেশ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ছিল মিয়াং-হির পাশে। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থন পান ইওয়েলা।

এরপর নিজ থেকেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান কোরীয় নারী মন্ত্রী। ফলে সংস্থাটির নতুন মহাপরিচালক হতে আর কোনো বাধা রইল না ইওয়েলার।

১৯৭৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর এমআইটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ওকোনজো-ইওয়েলা। এরপর প্রথম নারী হিসেবে নাইজেরিয়ার অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী হন তিনি। বিশ্বব্যাংকে ২৫ বছর তিনি কাজ করেছেন।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ