spot_img

আন্দোলন বন্ধ করতে বললেন মিয়ানমারের জান্তা প্রধান

অবশ্যই পরুন

সরকারি চাকরিজীবীদের অসহযোগ আন্দোলন বন্ধ করে কাজে ফেরার ডাক দিয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং।  বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

জান্তা প্রধান একই সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসাধারণকে জমায়েত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে বন্দি করা হয়। সু চির মুক্তি ও সেনা শাসন অবসানের দাবিতে বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ হয়েছে। সাধারণ বিক্ষোভকারীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সরকারি চাকরিজীবী ও চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

বিবৃতিতে জান্তা প্রধান অসহযোগ আন্দোলনে কর্মবিরতির জন্য ‘অসাধু ব্যক্তিদের’ দায়ী করেছেন।

তিনি বলেছেন, ‘যারা তাদের দায়িত্ব থেকে দূরে সরে আছেন, অনুরোধ করছি তারা যেন আবেগকে প্রাধান্য না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে কাজে যোগদান করেন।’

সেনাবাহিনীর তথ্য সেবা কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে মিন অং হ্লাইং জনগণকে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তার মতে, জমায়েতের কারণে কোভিড সংক্রমণের বিস্তার ঘটতে পারে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ