spot_img

ভারতে ১২ শিশুকে পোলিও টিকার বদলে স্যানিটাইজার দেয়ার অভিযোগ

অবশ্যই পরুন

ভারতের মহারাষ্ট্রে ১২ শিশুকে পোলিও টিকার বদলে হ্যান্ড স্যানিটাইজারের ড্রপ দেয়ার অভিযোগ উঠেছে।

রবিবার মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায় এঘটনা ঘটে। ওই শিশুদের সবার বয়স ৫ বছরের কম। স্যানিটাইজারের ড্রপ দেয়ার পর তদের হাসপাতালে নেয়া হয়।

ইয়াভাতমাল ডিস্ট্রিক্ট কাউন্সিলের একজন কর্মকর্তা জানিয়েছেন, পোলিও নির্মূলে টিকাদান কর্মসূচির আওতায় ওই ১২ শিশুকে টিকার বদলে হ্যান্ড স্যানিটাইজারের দুই ফোঁটা দেয়া হয়। এক শিশু অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসার পর তারা এখন সুস্থ আছে।

এঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে এক চিকিৎসকসহ তিন স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে।

এর আগেও ভারতের ত্রিপুরার উনাকোটি জেলায় ১০ মাসের শিশুকে স্যানিটাইজার খাওয়ানোর অভিযোগ ওঠে। দেশটির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শিশুটিকে পোলিও টিকা দেয়ার পর পানির বদলে স্যানিটাইজার খাওয়ানো হয় বলে অভিযোগ ওঠে এক আশাকর্মীর বিরুদ্ধে। স্যানিটইজার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিল শিশুটি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ