spot_img

এবার ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করল কসোভো

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে এবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ কসোভো। একই সঙ্গে জেরুজালেমে নিজেদের একটি দূতাবাস খোলারও ঘোষণা দিয়েছে দেশটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবার (০১ ফেব্রুয়ারি) ঘোষণাটি দেওয়া হয়। মূলত নানা পটপরিবর্তন এবং লুকোচুরির মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে ইতোমধ্যে আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান বন্ধুত্ব করেছে। এবার কসোভোও সে দলে যোগ দিল।

খবরে বলা হয়, কসোভো এবং ইসরায়েল সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে ইউরোপের দেশটি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবেও স্বীকৃতি দিয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকানাজি ও কসোভোর পররাষ্ট্রমন্ত্রী মেলিজা হারাদিনাজ স্টুবলা জুম মিটিংয়ে সম্পর্ক স্থাপনের বিষয়ে এক যৌথ ঘোষণাপত্রে সই করেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকানাজি বলেন, তিনি জেরুজালেমে কসোভোর দূতাবাস খোলার আনুষ্ঠানিক আবেদন গ্রহণ করেছেন।

উল্লেখ্য, ফিলিস্তিন ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে দূরত্ব রেখে চলে। কিন্তু সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বেশকিছু দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ