spot_img

সেনা অভ্যুত্থানে মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি আরো খারাপ হবে: জাতিসংঘ

অবশ্যই পরুন

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে দেশটিতে বসবাসরত ছয় লাখ রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

এঘটনাকে গণতান্ত্রিক সংস্কারের পক্ষে বড় ধাক্কা বলে মনে করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

অং সান সু চিসহ বেআইনিভাবে আটক অন্তত ৪৫ নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে আজ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন বসার কথা রয়েছে।

এদিকে, দেশটির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, জোর প্রয়োগ করে জনগণের ইচ্ছাকে উপেক্ষা করা কখনোই উচিত নয়।

এর আগে গত দশকে মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুর পর নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র।  সোমবার সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনী।

২৪ জন মন্ত্রী ও উপমন্ত্রীকে সরানো হয় তাদের পদ থেকে। এ পর্যন্ত অর্থ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ১১টি পদে সেনা সদস্যদের নিযুক্ত করেছেন সেনা প্রধান মিন অং লাইং।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ