ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার তদন্ত করবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। শনিবার এক প্রতিবেদন প্রকাশ করে এমনই তথ্য দিয়েছে কান নিউজ।
কয়েকদিন আগেই ওই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কান নিউজ কোনো সূত্রের নাম উল্লেখ করেনি।
প্রতিবেদনে জানানো হয়েছে ইরানের হাত থাকতে পারে এই ঘটনার পেছনে। তাই সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে। ইন্ডিয়া টুডে টিভি জানিয়েছে, এই ঘটনার জড়িত সন্দেহে বেশ কয়েকজন ইরানিয়ানকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
ভারতে এই ঘটনার পরে প্রতিটি দেশে নিজেদের রাষ্ট্রদূতদের ও দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে ইসরায়েল।
দিল্লি পুলিশ জানাচ্ছে, বিস্ফোরণস্থল থেকে মিলেছে একটি ফুলের টব। রাস্তার ওপর ডিভাইডারে তা পোঁতা ছিল। সেই টবেই ছিল বোমা। এছাড়াও উদ্ধার হয়েছে একটি খাম, যার ওপরে ইসরায়েলি দূতাবাসের ঠিকানা লেখা ছিল। সেখান থেকে একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। সেখানে এই বিস্ফোরণকে ট্রেলার বলে অভিহিত করা হয়েছে।