spot_img

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

অবশ্যই পরুন

রংপুরের পীরগাছা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদের (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া গ্রামের নেছাব উদ্দিন বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাবুড়া গ্রামের গফুর বাদশার সাথে একই গ্রামের বকুল গংদের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন জমিজমার বিরোধ মিটানোর জন্য সালিশ বৈঠকে বসে।
বৈঠকের এক পর্যায়ে বকুল ও তার লোকজন প্রতিপক্ষ গফুর বাদশার লোকজনের ওপর হামলা করে। এতে গফুর বাদশার পিতা আব্দুল কাদের গুরুত্বর আহত হয়। পরে তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে বিকাল ৩টার দিকে তার মৃতু হয়। এঘটনায় সাইদুল মন্ডল নামের এক জনকে পুলিশ আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি (তদন্ত) দেবাশীষ কুমার রায়। তিনি জানান, সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় কাদের প্রামাণিক নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ