spot_img

ক্যাপিটলে হামলার ঘটনায় দুই পুলিশের আত্মহত্যা

অবশ্যই পরুন

মার্কিন ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের সহিংস হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় আত্মহত্যা করেছেন সেখানে দায়িত্ব পালন করা দুই পুলিশ কর্তকর্তা। গত মঙ্গলবার হাউজ অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটিকে এই তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত মেট্রোপলিটন পুলিশ প্রধান রবার্ট জে কন্তি। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

খবরে বলা হয়, ওই দুই পুলিশ কর্মকর্তা ক্যাপিটল হিলের দাঙ্গার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। হামলার পর পুলিশ বাহিনী থেকে এটাই প্রথম স্বীকারোক্তি দিয়েছে, দু’জন পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বিবৃতিতে রবার্ট জে. কোনটি বলেছেন, মর্মান্তিক বিষয় হলো, ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে অবস্থান করছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা। এর মধ্যে একজন ক্যাপিটল পুলিশের সদস্য। অন্যজন এমপিডি’র।

ক্যাপিটলে লড়াইয়ের পর তারা নিজেরাই নিজেদের জীবন শেষ করে দিয়েছেন। মঙ্গলবার রবার্ট জে. কন্তির বিবৃতি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। এতে বলা হয়, দায়িত্বে থাকা পুলিশ সদস্য ব্রায়ান ডি. সিকনিক ওই দাঙ্গার সময় আহত হয়েছিলেন। পরে তিনি মারা যান।

কন্তি জানান, গত ১৫ জানুয়ারি আত্মহত্যা করেন এমপিডির সদস্য জেফ্রি স্মিথ। তিনি হামলার দিন সেখানে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ক্যাপিটলে হামলার তিন দিন পরে আত্মহত্যা করেছিলেন মার্কিন ক্যাপিটল পুলিশ অফিসার হাওয়ার্ড লাইবেনগুড (৫১)। তিনি ছিলেন হামলার সময় আহত পুলিশ অফিসার ব্রায়ান ডি সিকনিকের সদস্য, হাসপাতালে নেয়ার পরে যার মৃত্যু হয়।

সূত্র : সিএনএন।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ