জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে দুর্ব্যবহার করায় হাইকোর্টে এসে নিঃশর্ত ক্ষমা চাইলেন কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। এসময় কুষ্টিয়ার এসপিকে সেই প্রিজাইডিং অফিসারের সার্বিক নিরাপত্তা দিতে বলেছেন হাইকোর্ট।
আজ সোমবার সকালে হাইকোর্ট রিটের শুনানি শেষে এই নির্দেশনা দেন। পাশাপাশি আদালত তাকে কোনও হয়রানি না করতে নির্দেশ দেন। আগামী ১৭ ফেব্রুয়ারি এই বিষয়ে আদালত আদেশ দেবেন বলে জানানো হয়।
এসময় হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, কুষ্টিয়ার সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ সুপারের দায়িত্ব। সমাজকে শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই পুলিশের দায়িত্ব। মানুষ যেন এমন মনে না করে যে পুলিশি রাষ্ট্র কায়েম হয়ে গেছে।