বৃহস্পতিবার দুপুরে ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুন লাগে। এই ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে আগুনে করোনা ভ্যাকসিনের কোনো ক্ষতি হয়নি বলে আশ্বাস দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা।
আদর পুনাওয়ালা বলেন, সংস্থার প্রশাসনিক ভবনসহ যেখানে আগুন লেগেছে, সেখান থেকে অনেকটা দূরে কোভিশিল্ড ভ্যাকসিন মজুত রাখা হয়। তাই ভ্যাকসিনের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু পাঁচজনের মৃত্যুও কম শোকের নয়।
পরপর টুইটে তিনি লেখেন, ‘সরকার ও দেশবাসীকে আশ্বস্ত করে জানাচ্ছি, ভ্যাকসিনের কোনো ক্ষতি হয়নি। সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে ভ্যাকসিন কোভিশিল্ড।’
সেরাম অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে করোনো ভ্যাকসিন কোভিশিল্ড উৎপাদন করছে। তবে আগুনে ভ্যাকসিনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কোম্পানির সিইও পুনাওয়ালা।
বৃহস্পতিবার দুপুরে সেরাম ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে আগুন লাগে। বেশ কয়েক একর জায়গাজুড়ে ছড়িয়ে রয়েছে সেরাম। যে অংশে এদিন আগুন লাগে, তার কাছেই তৈরি হয় বিসিজি ভ্যাকসিন। কিন্তু কোভিশিল্ড মজুত করা হয় অনেকটাই দূরে।
ভারতে টিকাদান শুরু হয়ে যাওয়ায় টিকা তৈরি ও তা বিপুল পরিমাণে সরবরাহের জন্য সেরামের কারখানায় এখন ব্যাপক ব্যস্ততা। সেখানে আগুন লাগার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশজুড়ে।
ভারত ছাড়াও বাংলাদেশসহ কয়েকটি দেশে করোনা ভ্যাকসিন সরবরাহের চুক্তি রয়েছে সেরাম ইনস্টিটিউটের। ফলে এসব দেশেও উদ্বেগ দেখা দেয়।