spot_img

আরাকানের শাইখুল হাদিস মুফতি কাশেমীর ইন্তেকাল

অবশ্যই পরুন

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইন্তেকাল করেছেন মিয়ানমারের প্রবীণ আলেম দ্বীন ও শায়খুল হাদিস মুফতি ক্বারী মুহাম্মদ ইরশাদ হুসাইন কাসেমি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ছিলেন মংডুর অধিবাসী।

মুফতি ইরশাদ হুসাইন ১৯৬৫ সালের আগ পর্যন্ত মিয়ানমারের সরকারি রেডিওতে কোরআন তিলাওয়াত করতেন বলেও জানা যায়। আরাকান (রাখাইন) অঞ্চলে সরকারি বাহিনী অভিযানে নিজ দেশের নাগরিকত্ব হারানোর পর তিনি বাংলাদেশে আশ্রয় নেন।

মুফতি ইরশাদ হুসাইন কাসেমি ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে প্রাতিষ্ঠানিক লেখাপড়া সম্পন্ন করেন এবং আরাকানের মংডুতে অবস্থিত জামিয়া আশরাফিয়ায় কর্মজীবন শুরু করেন। একসময় সেখান তিনি শায়খুল হাদিস পদে উন্নীত হন।

এ ছাড়া তিনি ক্যালিগ্রাফিশিল্পেও পারদর্শী ছিলেন। জানা গেছে, যেসব ওলামা নেতৃবৃন্দ রোহিঙ্গা জাতি গোষ্ঠীকে দিকনির্দেশনা দিতেন মুফতি কাসেমী তাদের অন্যতম।

তিনি গত সোমবার দুপুর ২টায় বালুখালি আশ্রয় শিবিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মঙ্গলবার সেখানেই তাঁর জানাজা সম্পন্ন হয় বলে বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ