spot_img

জুলাই বিপ্লবের ইতিহাস মাদরাসার পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত হবে: ধর্ম উপদেষ্টা

অবশ্যই পরুন

জুলাই বিপ্লবের ইতিহাস মাদরাসা ও জেনারেল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বলেন, বিগত সরকার ইসলামি শিক্ষাকে সংকুচিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর এই দেশে ইসলামসহ সকল ধর্মশিক্ষার সমান অধিকার থাকবে।

শনিবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা: উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি জানান স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরাম।

এ সময় ৩ দফা দাবি জানিয়েছে বক্তারা বলেন, প্রতিটি গ্রাম ও শহরে জনসংখ্যা অনুযায়ী সরকারি ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও উপবৃত্তি কার্যক্রম চালু করার পাশাপাশি ফিডিং ব্যবস্থা চালু করার দাবিও জানান মাদরাসা শিক্ষকরা। ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি'জ-এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ