spot_img

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭

অবশ্যই পরুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সুলায়িসি দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। তাছাড়া আহত হয়েছেন কয়েক শত মানুষ। এ সময়ে ভেঙে পড়েছে একটি হোটেলসহ বেশকিছু ভবন।

অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেওয়ায় তারা দ্রুত সেখান থেকে বাইরে বেরিয়ে আসেন। শুক্রবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকালে দ্বীপটির মাজেনে শহরে আঘাত হানা কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে খবরটি দিয়েছে অনলাইন সাউথ চায়না মর্নিং পোস্ট। কর্মকর্তারা প্রাথমিকভাবে যে তথ্য দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, মাজেনে শহরে আহত হয়েছেন কমপক্ষে ৬৩৭ জন। অন্য দিকে প্রতিবেশী মামুজু প্রদেশে আহত হয়েছেন কমপক্ষে দুই ডজন লোক।

সাত সেকেন্ড স্থায়ী হয়েছিল এবারের ভূমিকম্পটি। তবে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা দেওয়া হয়নি। নিরাপত্তা পেতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৬০টি বাড়ি।

দেশটির জাতীয় দুর্যোগ বিষয়ক এজেন্সি বলেছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল একটি বালিকা। সে সাহায্য চেয়ে চিৎকার করছিল। বলছিল, তার মা-ও সেখানে আটকা পড়েছেন। তবে তিনি জীবিত আছেন। নড়াচড়া করতে পারছেন না।

টেলিভিশনের খবরে বলা হয়, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতালের একাংশ। রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে বাইরে নির্মাণ করা একটি তাঁবুতে। ধারণা করা হচ্ছে, এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ।

সূত্র : রয়টার্স

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ