spot_img

ইয়াঙ্গুনে ১শ রোহিঙ্গা আটক

অবশ্যই পরুন

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের একটি বাড়িতে অভিযান চালিয়ে অন্তত ১০০ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে দেশটির পুলিশ।

বুধবার (০৬ জানুয়ারি) শ পি থার পৌর এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে মিয়ানমার পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম টুমোরো নিউজ জার্নালের প্রকাশিত ছবি থেকে দেখা যাচ্ছে, জুতাবিহীন অবস্থায় কয়েকজন পুরুষ এবং মাথায় স্কার্ফ পরিহিত কয়েক ডজন নারী খোলা প্রাঙ্গনে বসে আছে।

এদিকে, রাখাইন রাজ্য থেকে বের হলেই ‘অবৈধ ভ্রমণের’ অভিযোগে রোহিঙ্গাদের আটক করে থাকে মিয়ানমারের পুলিশ।

এ ব্যাপারে, শ পি থার পৌর পুলিশের ক্যাপ্টেন টিন মাউং লিউন জানান, ৯৮ বা ৯৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। কোভিড-১৯ এর বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদেরকে কোয়ারেনটাইনে সেন্টারে রাখা হবে।

অন্যদিকে, মিয়ানমারে প্রায় ছয় লাখ রোহিঙ্গার বসবাস। তাদেরকে এমন গ্রামে বা শিবিরে রাখা হয়, যেখান থেকে বের হওয়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নেওয়া তাদের জন্য নিষিদ্ধ।

এর আগে, মিয়ানমারের রাখাইন থেকে সেনা অভিযানের মুখে প্রায় ১১ লাখ রোহিঙ্গা পালিয়ে সীমান্ত সংলগ্ন বাংলাদেশের কক্সবাজার জেলায় স্থাপিত অস্থায়ী ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। ইতোমধ্যেই, তাদের মধ্যে কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীকে দুর্গম ভাসানচরে স্থানান্তর করেছে বাংলাদেশের কর্তৃপক্ষ। সূত্র : রয়টার্স।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ