spot_img

ডোপ টেস্টে চাকরি হারালেন সার্জেন্ট আতাউর

অবশ্যই পরুন

জেলায় কর্মরত সার্জেন্ট আতাউর রহমানকে মাদক সেবনের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি সার্জেন্ট আতাউর রহমানের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। মঙ্গলবার (৫ জানুয়ারি) তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কেউ মাদক সেবন করছেন কিনা তা জানার জন্য আমরা নিয়মিত ডোপ টেস্ট করে থাকি। নওগাঁয় এ পর্যন্ত ডোপ টেস্টে একজনের পজিটিভ এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সরকারি চাকরিতে চূড়ান্ত নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এখন ডোপ (মাদকদ্রব্য) টেস্টও শুরু হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ