spot_img

ক্যাপিটল সহিংসতায় শীর্ষ ৩ হোয়াইট হাউস কর্মকর্তার পদত্যাগ

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে বুধবার ট্রাম্প সমর্থকদের সহিংসতার ঘটনায় পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের তিন শীর্ষ কর্মকর্তা। এছাড়া আরো কর্মকর্তা পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের সংশ্লিষ্ট একটি সূত্র।

বুধবার ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনে সহিংসতার পরপরই ফার্স্ট লেডির চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা স্টিফানে গ্রিশাম পদত্যাগ করেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘হোয়াইট হাউসে দেশের জন্য কাজ করা সম্মানের। মিসেস ট্রাম্পের সব জায়গার শিশুদের সহায়তার মিশনের অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং এই প্রশাসনের বিভিন্ন অর্জনে গর্বিত।’

গ্রিশাম যদিও বলেননি, কি কারণে তিনি পদত্যাগ করছেন, তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সহিংসতার কারণেই তিনি পদত্যাগ করছেন।

এছাড়া হোয়াইট হাউসের সোস্যাল সেক্রেটারি রিকি নাইসেটা ও ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথুও পদত্যাগ করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানায় দুটি সূত্র।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন ও তার সহকারী ম্যাথু পটেনজার পদত্যাগের চিন্তা করছেন বলে হোয়াইট হাউসের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র : রয়টার্স

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ