spot_img

চীনের সিনোফার্ম ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ২ ধরনের ফলাফল

অবশ্যই পরুন

চীনে অনুমদন পাওয়া কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতার দুটি ভিন্ন ফইলাফল প্রকাশ করা হয়েছে চীন ও সংযুক্ত আরব আমিরাতে। তবে দুটি ফলাফলই সঠিক বলে দাবি করেছেন চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) এক কার্যনির্বাহী কর্মকর্তা।

গত বৃহস্পতিবার চীনে জনসাধারণের ব্যবহারের জন্য পূর্ণ অনুমোদন পায় সিনোফার্মের ভ্যাকসিন। ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল বিশ্লেষণ করে এটি ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর বলে জানায় গবেষকরা। 

গত ৯ ডিসেম্বর এই একই ভ্যাকসিন ৮৬ শতাংশ কার্যকর বলে জানায় সংযুক্ত আরব আমিরাত।

সিনোফার্মের চেয়ারম্যান ইয়াং ঝিয়াওমিং জানান, বিভিন্ন দেশের রোগ নির্ণয় ও চিকিৎসার ভিন্ন মানদণ্ড ও পদ্ধতি আছে। একারণেই কোভিড-১৯ শনাক্ত কেসের চূড়ান্ত ফলাফল ভিন্ন ছিল। 

“একারণেই বিভিন্ন দেশের তথ্যের মধ্যে ভিন্নতা দেখা যেতে পারে। ইতোপূর্বে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের কার্যকারিতার হার তুলনা করেও আমরা পার্থক্য দেখেছি। তবে দুটি ফলাফলই সঠিক।” বলেন ইয়াং। 

তথ্য বিশ্লেষণ ও ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য পর্যালোচনায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি) অংশ নেয়নি বলেও জানান ইয়াং। 

চীনের বাইরে অন্যান্য কিছু দেশে অনুমোদন প্রাপ্ত ভ্যাকসিন এবং একই প্রতিষ্ঠানের আরেকটি প্রার্থী ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। প্রতিষ্ঠানটি প্রার্থী ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ১৮-৬০ বছর বয়সী ৬০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হয়েছে। 

সূত্র: রয়টার্স 

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ