spot_img

নতুন বছরে কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি কিম জং উনের

অবশ্যই পরুন

পারিবারিক সমাধি সৌধ পরিদর্শন এবং জনগণের উদ্দেশে খোলা চিঠি লিখে নতুন বছর উদযাপন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। শুক্রবার (১ জানুয়ারি) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার নাগরিকদের কাছে লেখা খোলা চিঠিতে কিম জং উন মহামারিতে ক্ষমতাসীন দলের ওপর আস্থা ধরে রাখায় জনগণকে ধন্যবাদ জানান। মানুষের আকাঙ্ক্ষা পূরণে আরও কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতিও দেন তিনি।

এর আগে গত অক্টোবেরে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার কথা স্বীকার করে কেঁদে ফেলেন কিম। নাগরিকদের কাছে সেই সময়ে ক্ষমাও চান তিনি।

করোনা ভাইরাসের মহামারিতে উত্তর কোরিয়ার কেউ আক্রান্ত হয়নি বলে দাবি করে আসছে পিয়ংইয়ং। তবে এই দাবি নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই। তবে ভাইরাস সংক্রমণ রুখতে সীমান্ত বন্ধসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়ায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কবলিত দেশটির অর্থনীতি আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ